Tumpa Item Song Lyrics(টুম্পা গান)-Rest in প্রেম(2020)

This very new Item Song Tumpa (টুম্পা) from web series Rest in প্রেম(2020) is sung by Arob. Music is given by Indraneel Chatterjee & Arob . Avishek Saha has composed the music of this beautiful song and lyrics are penned by Arob himself. This Video song has released by CONFUSED Picture .

Tumpa Item Song Lyrics(টুম্পা গান)-Rest in প্রেম(2020)

 

Tumpa Item Song Credit

lyric/vocal
Composed/ arranged by
Avishek Saha
Music
Indraneel Chatterjee & Arob
programming
Avishek & Shamik

 

Tumpa Item Song Lyrics in Bengali | টুম্পা লিরিক্স বাংলা

বেনারসী পরিয়ে
সিঁথিতে সিঁদুর দিয়ে,
তারাপিঠে গিয়ে করেছিলাম বিয়ে,
রাতে ফুলশয্যা হলো তারপর সকাল হলো
ঘুম থেকে উঠে দেখি
বউ পালালো জানলা দিয়ে ..

বউটা চলে গেল, মনটা ভেঙে গেল
প্রেস্টিজ যা ছিল পাংচার হয়ে গেল।
রেললাইনে গলা দেবো
তখন আমি ভেবেছিলাম,
তারপর হঠাৎ করেই
লাইফে আমার টুম্পা এলো।

ও টুম্পা সোনা দুটো হাম্পি দেনা
আমি মাইরি বলছি আর খৈনি খাব না,
চাঁদনী রাতে আমি টুম্পার সাথে
যাবো ডিনার ডেটে পোচ মামলেট খেতে ..

টুম্পা
নাকে নাক ঘষে দেনা,
টুম্পা
তুই আমার পুঁচকি সোনা,
টুম্পা
তোকে নিয়ে দীঘা যাবো,
টুম্পা
গ্যাঁদা ফুলে খাট সাজাবো টুম্পা ..

এই টুম্পা আয় আয় !
টুম্পা আজা মেরি পাস
থোড়ি চ্যানসে লে তু শ্বাস,
আমি হেরে যাওয়ার আগেই
উল্টে দেবো তাস,
পাল্টে দেব বাজি, নমস্কার পাজি
সব স্বপ্ন হবে সত্যি
বলছে মিঠুন চক্রবর্তী।
মিঠুন দা, নাচুন না
এই মিঠুন দা নাচুন না।

আমি গয়া গিয়ে
মাথার চুল কামিয়ে,
আগের বউয়ের নামে
এসেছি পিন্ডি দিয়ে।
সামনের ভাদ্র মাসে ছাঁদনা তলায় বসে
ইংলিশে মন্ত্র পড়ে
টুম্পাকে করবো বিয়ে।

ও টুম্পা সনম তুঝে মেরি কসম
আমি বস্তির বাদশা, তুই আমার বেগম।
কোনো মধুর রাতে আমি টুম্পার সাথে
বসে বাদাম খাবো আমার টালির ছাতে ..

টুম্পা
নাকে নাক ঘষে দেনা,
টুম্পা
তুই আমার পুঁচকি সোনা,
টুম্পা
তোকে নিয়ে দিঘা যাবো,
টুম্পা
গ্যাঁদা ফুলে খাট সাজাবো টুম্পা ..

Tumpa Item Song Lyrics in English

Benarosi poriye sithi te sidur diye
Tarapithe giye Korechilm biye
Rate ful sojja holo
Ghum theke uthe dkhi
Bou palalo janla diye
Bou ta chole galo
Monta venge gelo prestige ja chilo
Puncture hoye gelo
Rail line e gola debo
Tokhon ami bhebechilam
Tarpor hothat korei
Life e amar tumpa elo
O tumpa sona Duto humpi dena
Ami mairi bolchi aar khoini khabo na
Chandni raate ami tumpar sathe
Jabo dinner date e poch mamlet khete 

This is the end of  Tumpa Item Song(টুম্পা গান) lyrics. If you find any mistakes in the lyrics please let us know. I have loved lyrics. Don't forget to comment down the favourite Part/line of this song. Do share this lyrics to your close one.


Here is also the video of the song for you uploaded by CONFUSED Pictures.

Tumpa Song Video

lyric/vocal : Arob Composed/ arranged by : Avishek Saha Music : Indraneel Chatterjee & Arob 

Post a Comment

0 Comments

close