Har Manbo Na Lyrics (হার মানবো না) - SOS Kolkata| Pratik Kundu|Yash-Mimi-Nusrat

 Har Manbo Na Lyrics (হার মানবো না) : This very new bengali song from SOS Kolkata featuring Yash Dasgupta  , Nusrat Jahan, is sung by Farhad Bhiwandiwala , Arpita Das , Pratik Kundu. Pratik Kundu has given the music of this beautiful song and lyrics are penned by Pratik Kundu himself. This Video song has released by Jarek Entertainment.

 
Har Manbo Na Lyrics (হার মানবো না) - SOS Kolkata| Pratik Kundu|Yash-Mimi-Nusrat

 

Har Manbo Na Song Credits :

Music Director - Pratik Kundu
Vocals - Farhad Bhiwandiwala , Arpita Das , Pratik Kundu
Rap : Pratik Kundu
Compose & Lyrics : Pratik Kundu


Har Manbo Na Lyrics in Bengali | হার মানবো না লিরিক্স বাংলা

মেঘেরা ঢাকলে আকাশ
রোদেরা আড়াল হলে
 আঁধার নামলে হঠাৎ
হাওয়ারা মাতাল হলে
জেতার গল্পগুলো 
 
ঠিকানা বদলে ফেলে
চেষ্টা করার আগেই 
তুমি হার মেনে নিলে 
 
পথে বাধা আসে শত
উঁচু পাহাড়ের মত 
ভুলে ভয় ঢেকে ক্ষত
এগিয়ে চল 
যদি বারুদের মত
চেষ্টা ত করে দেখ
হোক যত কঠিন সে
একসাথে বল
 
পথে বাধা আসে শত
উঁচু পাহাড়ের মত 
ভুলে ভয় ঢেকে ক্ষত
এগিয়ে চল 
যদি বারুদের মত
চেষ্টা ত করে দেখ
হোক সে যত কঠিন সে
 একসাথে বল
 
থেমে যাওয়া নয় 
মানব না হার
মানব না 
কঠিন সময়
  মানব না হার
 মানব না
 অজানার ভয়
 
মানব না হার
মানব না 
করে নেব জয়
  মানব না হার
 মানব না
 থেমে যাওয়া নয় 
মানব না হার
মানব না 

সত্যিটা আজও পরাধীন কেন
স্বপ্নটা ধোঁয়াটে কুয়াশা যেন
নিজের কাছে বন্দী, নিজের প্রতিদ্বন্দ্বী আমি
নিজের থেকে পালানো টা, এতটা কঠিন কেন

ভেঙে যেতে পারি, জুড়ে নেব
থামবো না
লড়ে নিতে পারি, জিতে নেব
হারবো না

শোন, লড়াইটা নিজের সাথেই আজ
বিনা মেঘে পড়ে যাবে বাজ
অসম্ভব, হেরে কোনো অভিধানে
একরোখা অভিমানে
বিশ্বাস রেখে মোরে ঘুরে দাঁড়াতেই হবে
ভয় যদি পিছুটানে
যুদ্ধের ময়দানে
মৃত্যুর চোখে চোখ রেখে দাঁড়াতেই হবে

নালিশের ভরা বস্তাতে
পিছুপা হলেই পস্তাবে
একবার হেঁটে দেখো একসাথে
হাতে হাত ধরে
কাঁটা ভরা রাস্তাতে

ঝোরো হাওয়াদের পাগলামো
হার নিজে হার মেনে নেবে
যত ভাঙবে গড়বে তুমি
তত নিজেকেই চিনে নেবে

পথে বাধা আসে শত
উঁচু পাহাড়ের মতো
ভুলে ভয়, ঢেকে ক্ষত
এগিয়ে চলো

জ্বলে বারুদের মতো
চেষ্টা তো করে দেখো
হোক কঠিন সে যত
একসাথে বলো

থেমে যাওয়া নয়
মানবো না
হার মানবো না

কঠিন সময়
মানবো না
হার মানবো না

Har Manbo Na Lyrics (হার মানবো না) - SOS Kolkata| Pratik Kundu|Yash-Mimi-Nusrat

 

Har Manbo Na Lyrics in English

 Megheraa dhakle akash
rodera arall hole
adhar namlle hotath
hawara matall hole
jetar golpo gulo
 
thikana bodle fle
chesta korar agei
tumi har mene nile
 
pothe badha ase soto
uchu paharer moto
vule voy mekhe khoto
egiye cholo
jodi barud er moto
chesta to kore dekho
hok joto kothin kaj
eksathe bolo
 
pothe badha ase soto
uchu paharer moto
vule voy mekhe khoto
egiye cholo
jodi barud er moto
chesta to kore dekho
hok joto kothin kaj
eksathe bolo

theme jawa noy
manbo na har
manbo na
kothin somoy
manbo na har
manbo na 
ojanar voy
 
manbo na har 
manbo na
 kore nebo joy
manbo na har
 manbo na
 theme jawa noy
 manbo na har 
manbo na


This is the Har Manbo Na (হার মানবো না) lyrics. If you find any mistakes in the lyrics please let us know. I have loved the 3rd para of the lyrics. Don't forget to comment down the favourite Part/line of this song. Do share this lyrics to your close one.

 
 
Here is also the video of the song for you uploaded by Jarek Entertainment. 

 

 

Thank You!

Post a Comment

0 Comments

close